Wednesday, July 19, 2017

GrameenPhone New SIM Offer

Tags

গ্রামীনফোন তাদের নতুন গ্রাহকদের জন্য বিশেষ অফার ঘোষণা করেছে। ঘোষণা অনুযায়ী ৪র্থ জুলাই ২০১৭ থেকে তারা তাদের নতুন প্রিপেইড গ্রাহকদের জন্য ইন্টারনেট ও কম খরচে কথা বলার সুযোগ দেবে।
নতুন সংযোগের মূল্য হবে ১১০ টাকা।

আসুন গ্রামীণফোনের নতুন সংযোগ নিয়ে কিছু তথ্য জেনে নেইঃ-

# গ্রামীণফোনের নতুন সিমের অফারটি সকল নিশ্চিন্ত, ডিজুস, একতা, বিজনেস সলিউসন, ভিলেজ ফোনের জন্য প্রযোজ্য।

# নতুন সিমে ৩০ দিনের জন্য ৫ টাঁকার প্রিলোডেড টকটাইম থাকবে  কিন্তু ভিলেজ ফোনে ৫০ টাকা থাকবে।

# ব্যালেন্স জানতে *566# ও বোনাস জানতে *121*1*2# ডায়াল করতে হবে।

# নতুন সিমে প্রথমে ৩৪ টাকা রিচার্জ করতে হবে। রিচার্জ করার পর আধা পয়সা সেকেন্ড রেটে জিপি নাম্বারে ও ১ পয়সা রেটে অন্যান্য নাম্বারে কথা বলা যাবে। বিশেষ কল রেটের মেয়াদ ১৫ দিন, এরপর আবার স্বাভাবিক কল রেট প্রযোজ্য হবে।

# নতুন গ্রাহকরা ৯ টাকায় ১ জিবি ইন্টারনেট কিনতে পারবেন। এজন্য গ্রাহককে ৯ টাকা ফ্লেক্সিলোড করে রিচার্জ করতে হবে। ইন্টারনেট এর মেয়াদ হবে ৭ দিন।

# ১ জিবি ইন্টারনেট মাসে ১ বার ও কাম্পেইন চলাকালীন সময়ে মোট ৫ বার নেওয়া যাবে। অফার পাওয়া যাবে কিনা জানতে ডায়াল করতে হবে *121*1111# নাম্বারে।

# ডাটা শেষ হয়ে গেলে ২০০ টাকা পর্যন্ত প্রতি মেগাবাইট ১ টাকা হারে প্রযোজ্য হবে।

# সকল রেটের সাথে ভ্যাট, এসডি ও এসসি প্রযোজ্য।

1 comments so far

This article helps me a lot to find out extensive information . However, I was preparing a research based article on Bangladeshi state owned mobile phone operator Teletalk where I got some valuable information regarding it. Thank you so much


Comment Emoticon