Wednesday, October 25, 2017

Grameenphone free missed call alert

Tags

গ্রামীনফোন বাংলাদেশের সবচাইতে বড় মোবাইল অপারেটর। বিভিন্ন সময় গ্রামীনফোন বিভিন্ন অফার তাদের গ্রাহকদের দিয়ে থাকে। কিন্তু গ্রামীনফোন তাদের গ্রাহকদের জন্য সব সময় ফ্রী মিস কল এলার্ট  অফারটি উন্মুক্ত করে রেখেছে । সাধারনত মিস কল অফার একটিভ করতে ১০ টাকা সাথে ভ্যাট প্রযোজ্য হয়। কিন্তু একটি ছোট এসএমএস ব্যান্ডেল কিনলেই আপনি এই ফ্রী মিস কল এলার্ট সার্ভিসটি পেয়ে যাবেন।






আসুন অফারটি সমন্ধে বিস্তারিত জেনে নেইঃ-

# ফ্রী মিস কল এলার্ট সার্ভিসটি পেতে ২ টাঁকার একটি এসএমএস ব্যান্ডেল কিনতে হবে। 

# এসএমএস ব্যান্ডে ল কিনতে  *111*11# ডায়াল করুন।

# কোড ডায়াল করার পর আপনার ব্যালেন্স থেকে ২ টাকা ভ্যাট সহ কেটে নেয়া হবে এবং আপনি ২০ এসএমএস ও ২০ এমএমএস পাবেন।

# এর সাথে ১ মাসের জন্য ফ্রী মিস কল এলার্ট সার্ভিসটি পেয়ে যাবেন।

#  মিস কল এলার্ট সার্ভিসটির জন্য কোন অটো রিনাওয়েল প্রযোজ্য হবেনা এবং ৩০ দিন পর এটি একাই বন্ধ হয়ে যাবে।

# এর জন্য কোন বাড়তি চার্জ প্রযোজ্য হবেনা।

# পরের মাসে এই অফার নিতে চাইলে আবার *111*11# ডায়াল করতে হবে।


Comment Emoticon