এয়ারটেল সাম্প্রতি তাদের অব্যাবহৃত সংযোগের জন্য উইনব্যাক অফার ঘোষণা করেছে। এখন থেকে এয়ারটেল অব্যাবহৃত সংযোগে ২১ টাকা রিচার্জ করলে ১০ জিবি পর্যন্ত ফ্রী ইন্টারনেট পাওয়া যাবে এবং সাথে ১০ জিবি ফ্রী ফেসবুক।
আসুন অফারটি সমন্ধে বিস্তারিত জেনে নেইঃ-
# শুধুমাত্র ২১ টাকা প্রথম রিচার্জ করলেই অফারটি পাওয়া যাবে।
# গ্রাহকরা *৯৯৯# ডায়াল করে জানতে পারবেন তারা অফারটি পাবেন কিনা।
# ২১ টাকা রিচার্জ করার পর ৩০ দিনের জন্য কম রেটে কল করার সুবিধা পাওয়া যাবে। যার অন-নেট কল রেট আধা পয়সা সেকেন্ড (রবি ও এয়ারটেল) এবং অ্যানি নেট ১ পয়সা সেকেন্ড।
# ২১ টাকা রিচার্জ করলেই ১ জিবি ইন্টারনেট ও ১ জিবি ফেসবুক ইন্টারনেট ১০ দিনের জন্য পাওয়া যাবে।
# ১০ জিবি অফারটি মূলত ১০ মাস ধরে চলবে। অর্থাৎ পরবর্তী ৯ মাসের প্রত্যেক মাসে ২১ টাকা রিচার্জ করলেই ১ জিবি ইন্টারনেট ও ১ জিবি ফেসবুক ইন্টারনেট ১০ দিনের জন্য পাওয়া যাবে সাথে ৩০ দিনের কল কাটার রেট ও প্রযোজ্য হবে।
# প্রতি মাসে ইন্টারনেট একবারই পাওয়া যাবে।
# পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই অফারটি চলবে।
# ইন্টারনেট ব্যালেন্স জানতে ডায়াল করুন *৮৪৪৪*৮৮#
# সকল চার্জ এর সাথে ভ্যাট , এসসি ও এসডি প্রযোজ্য।
Comment Emoticon