Wednesday, January 15, 2020

নতুন কল রেট সমন্ধে কিছু কথা।

Tags

বাংলাদেশ সরকারের নতুন নির্দেশনা অনুযায়ী দেশের সকল মোবাইল ফোন অপারেটরদের কল রেট এক করে দেয়া হয়েছে বেশ কিছুকাল আগে।
নতুন কল রেট ৪৫ পয়সা প্রতি মিনিট, কিন্তু এর সাথে ২৭% ভ্যাট সহ অন্যান্য চার্জও রয়েছে।
তার মানে এক মিনিট কথা বলতে গেলে গ্রাহককে অপারেটর ভেদে ৫৮/৫৯/৬০/৬১ ইত্যাদি পয়সা ব্যায় করতে হয়।
আমরা আমাদের পরবর্তী পোস্টের মাধ্যমে জানতে চেষ্টা করব কোন অপারেটরের জন্য কোন অফার বা মিনিট ব্যান্ডেল ব্যবহার করলে গ্রাহকদের সুবিধা হবে।


Comment Emoticon