গ্রামীনফোন তাদের গ্রাহকদের উন্নত মানের সেবা দানে সবসময় বদ্ধপরিকর। আর উন্নত মানের সেবা দিতে গ্রামীনফোন তাদের গ্রাহকদের জন্য অবমুক্ত করেছে জিপি ফ্লেক্সি প্লান। জিপি ফ্লেক্সি প্লান এমন একটি সেবা যেখানে গ্রাহক এসএমএস, মিনিট ও ইন্টারনেট খুব সহজেই কিনতে পারবেন। এসএমএস নোটিফিকেশান এর মাধ্যমে গ্রাহক তাদের নির্দিষ্ট ব্যান্ডেলটি নিরাপত্তার সাথে কিনতে পারবেন।
জিপি ফ্লেক্সি প্লান থেকে এসএমএস প্যাক কিনে এর একটা উদাহরণ দেখাচ্ছি। প্রথমে www.grameenphone.com/flexi-plan ওয়েবসাইট এ ঢুকে কাঙ্ক্ষিত প্যাকটি সনাক্ত করতে হবে।
এখনি কিনুন প্রেস করার পর পরের পেজে গ্রাহকের মোবাইল নাম্বার চেয়ে একটি পেজ আসবে। এরপর মোবাইল নাম্বার সঠিকভাবে বসিয়ে পরবর্তী ধাপ অপশনে প্রেস করতে হবে।
মোবাইল নাম্বার দেয়ার পর গ্রাহকের মোবাইল নাম্বারে একটি এসএমএস কোড যাবে। যেমন 4453 । এরপর কোড টি খালি জায়গায় বসিয়ে সম্মত তে প্রেস করতে হবে।
সম্মত প্রেস করার পর গ্রাহকের মোবাইল নাম্বারে একটি কনফারমেসন এসএমএস যাবে এবং একই সাথে ওয়েবসাইট থেকেও আপনি পেমেন্ট সম্পন্ন হবার এসএমএস পাবেন।
এভাবেই আপনি জিপি ফ্লেক্সি প্লান ব্যাবহার করে মিনিট, ইন্টারনেট ও এসএমএস কিনতে পারেন।
আর একটি কথা স্মরণে রাখতে হবে যে জিপি ফ্লেক্সি প্লান থেকে একবার ডাটা কেনার পর যদি আবার পরের বার একই ডাটা কেনা হয় তাহলে পূর্ববর্তী অব্যাবহৃত ডাটার সাথে সেটি যোগ হয়ে যাবে।
Comment Emoticon