গ্রমীণফোণ ব্যাবহারকারিদের প্রায় সবারই WowBox নামটি বিশেষ ভাবে পরিচিত। খুব সহজেই অল্প সময়ের মধ্যে মিনিট ব্যান্ডেল , বা ইন্টারনেট কেনার জন্য WowBox খুবই সুবিধাজনক একটি অ্যাপ্লিকেশান। এই WowBox ইন্টারনেট ছাড়াও ব্রাউজ করা যায়। WowBox থেকে সপ্তাহে ২০ মেগাবাইট করে ফ্রী ইন্টারনেট নেয়া যায়। আগে প্রতিদিন WowBox থেকে ২০ মেগাবাইট করে ফ্রী ইন্টারনেট নেয়া যেত। যদিও গ্রামীনফোন এই অফারটি বন্ধ করে দিয়েছে। তবুও এখনো WowBox থেকে আগের মতই অনেক সুবিধা পাওয়া যাচ্ছে।
# টেলিনরের সহায়তায় বাংলাদেশে গ্রামীণফোনের WowBox অ্যাপ্লিকেশান টি চলছে।
# WowBox থেকে আপনি সপ্তাহে ২০ মেগাবাইট ফ্রী ইন্টারনেট নিতে পারবেন।
# WowBox থেকে আপনি কম মূল্যে ইন্টারনেট সেবা নিতে পারবেন।
# WowBox ব্রাউস করতে কোন ডাটা খরচ করতে হয় না।
# WowBox থেকে আপনারা ডেইলি লাইফ স্টাইল, নিউজ, স্পোর্টস, হরস্কপ, জোকস ইত্যাদি সেবা পেতে পারেন।
# WowBox থেকে খেলা বা যেকোনো কুইজে অংশগ্রহণ করতে পারবেন।
# WowBox থেকে আপনি টোকেন অর্জন করতে পারবেন, যা পরবর্তীতে ইন্টারনেট প্যাক নিতে পাজে লাগবে।
# রেগুলার প্যাকেজের চাইতে WowBox এর ইন্টারনেট রেট তুলনামূলক ভাবে কম।
# সকল রেটের সাথে ভ্যাট, এসসি ও এসডি প্রযোজ্য।
Comment Emoticon