Friday, September 15, 2017

Banglalink PROpaid Package

Tags

বাংলালিংক বিভিন্ন সময় তাদের গ্রাহকদের কাছে বিভিন্ন ধরনের লোভনীয় অফার নিয়ে আসে।  সেরকম একটা লোভনীয় অফার হচ্ছে বাংলালিংকের PROpaid সংযোগ। প্রাথমিকভাবে বাংলালিংক ২ টি PROpaid ব্যান্ডেল অবমুক্ত করেছে। এটি মূলত একটি পোস্টপেইড সংযোগ। ২ টি প্যাকেজই প্রফেশনাল লোকদের কথা চিন্তা করেই তৈরি করা হয়েছে।



 আসুন আমরা বাংলালিংক PROpaid  প্যাকেজের বৈশিষ্ট্য জেনে নেইঃ-

* এটি বাংলালিংক কোম্পানির একটি পোস্টপেইড সংযোগ।
* কোন মাসিক লাইন রেন্ট নেই। 
* এই প্যাকেজ টি মূলত ২ তি ব্যান্ডেল (PRO 333 এবং PRO 555) এর উপর ভিত্তি করে চালু হয়েছে,
* ২ টির মূল্য যথাক্রমে ৩৩৩ টাঁকা ও ৫৫৫ টাঁকা ।
* বিডি জবসের ট্রেনিং   এর উপর ২০% ছাড় পাওয়া যাবে।
* দারাজ অনলাইন শপিং স্টোরে ১০% ছাড় পাওয়া যাবে।

নীচে ২ টি প্যাকেজ সমন্ধে বিস্তারিত আলোচনা করা হলঃ-


PRO 333 পাকেজঃ-

 # PRO 333 লিখে 7979 নাম্বারে এসএমএস করে PRO 333 এ মাইগ্রেড করতে পারবেন।

# ব্যান্ডেল USSD code *5000*200#

# মাসিক ব্যান্ডেল মূল্য ৩৩৩ টাকা।

# ব্যান্ডেলে যা যা পাবেন তা হলঃ
মিনিটঃ                                              ২০০
ইন্টারনেটঃ                                       ৩
ডেইলি ইন্টারনেট ডিলাইটঃ         ৬
পালসঃ                                             ১ সেকেন্ড
অন নেট কল চার্জঃ                       ৩০ পয়সা
অফ নেট কল চার্জঃ                      ৬০ পয়সা
এসএমএসঃ                                     ৫০ পয়সা
প্রিয়জন স্ট্যাটাসঃ                          গোল্ড
সিকিউরিটি ডিপোজিটঃ               ৫০০ টাকা
ক্রেডিট লিমিটঃ                              ৬০০ টাকা 
 
 
 PRO 555 পাকেজঃ-

 # PRO 555 লিখে 7979 নাম্বারে এসএমএস করে PRO 555 এ মাইগ্রেড করতে পারবেন।

# ব্যান্ডেল USSD code *5000*400#

# মাসিক ব্যান্ডেল মূল্য ৫৫৫ টাকা।

# ব্যান্ডেলে যা যা পাবেন তা হলঃ
মিনিটঃ                                              ৩৫০
ইন্টারনেটঃ                                       ৫
ডেইলি ইন্টারনেট ডিলাইটঃ          ১২
পালসঃ                                             ১ সেকেন্ড
অন নেট কল চার্জঃ                       ৩০ পয়সা
অফ নেট কল চার্জঃ                      ৬০ পয়সা
এসএমএসঃ                                     ৫০ পয়সা
প্রিয়জন স্ট্যাটাসঃ                          প্লেটিনাম
সিকিউরিটি ডিপোজিটঃ               ৬০০ টাকা
ক্রেডিট লিমিটঃ                              ৭২০ টাকা 

এছাড়াও বাংলালিংক PROpaid সংযোগে ৩ টি ছোট ইন্টারনেট প্যাকেজও পাওয়া যাবে
৩৩ টাঁকায় ৩০০ মেগাবাইট ইন্টারনেট, মেয়াদ ৩ দিন, কিনতে ডায়াল করুন *5000*331# ।
৭৭ টাঁকায় ৭৫০ মেগাবাইট ইন্টারনেট, মেয়াদ ৭ দিন, কিনতে ডায়াল করুন *5000*660# ।
 ৯৯ টাঁকায় ১ জিবি ইন্টারনেট, মেয়াদ ১০ দিন, কিনতে ডায়াল করুন *5000*770# ।


বিস্তারিত জানতে কল করুন 121522 অথবা 01912999000 নাম্বারে।

1 comments so far

Amar ak Piece BL Propaid Sim Dorkar,Number=01919525266
Pls Contact me To this Number 01616525266.


Comment Emoticon