Friday, September 15, 2017

Banglalink new connection offer

Tags

বাংলালিংক তাদের গ্রাহকদের জন্য নতুন সংযোগের জন্য আকর্ষণীয় অফার নিয়ে এসেছে। এখন থেকে নতুন সংযোগের ক্ষেত্রে প্রথম রিচার্জ ৪৪ বভা ৪৮ টাকা করলে ৮ জিবি ইন্টারনেট অথবা ৩০০ মিনিট টকটাইম পাওয়া যাবে।



নীচে এ অফার সমন্ধে বিস্তারিত বলা হলঃ-

৪৪ টাকা রিচার্জ করলে ৮ জিবি ইন্টারনেট
  • ১৮ মে, ২০১৭ থেকে যারা নতুন সংযোগ চালু করেছেন অফারটি তাদের জন্য প্রযোজ্য।
  • ৪৪ টাকা প্রথম  রিচার্জ করলে ৩০ দিনের জন্য এক পয়সা সেকেন্ড কল রেট প্রযোজ্য হবে, ৩০ দিন পরে আবার রেগুলার রেট শুরু হবে।
  •  রিচার্জ করার সাথে সাথেই ৫০ টি ফ্রী এসএমএস পাওয়া যাবে। মেয়াদ ৭ দিন।
  • ৪৪ টাকা রিচার্জ করার পর ৪৪ মিনিট টকটাইম (যে কোন অপারেটরে) ও ২ জিবি ইন্টারনেট ১৫ দিনের জন্য পাওয়া যাবে।
  • পরবর্তী মাসে (২য় ও ৩য় মাসেও) ২ জিবি ইন্টারনেট কিনতে পারবেন মাত্র ১৯ টাঁকায়, মেয়াদ ৭ দিন।
  •  ২ জিবি ইন্টারনেট ১৯ টাঁকায় কিনতে আপনাকে মাসে ৫০ টাকা ব্যাবহার করতে হবে।
  • ২ জিবি ইন্টারনেট ৩০ দিনে মোট ৩ বার কেনা যাবে। 
  •  ২ জিবি ইন্টারনেট প্যাকেজে আপনি দিনে ৩৫০ মেগাবাইট এর বেশি ব্যাবহার করতে পারবেন না।
  • স্পেশাল কল রেট বোনাসের টাঁকার জন্য প্রযোজ্য নয়।
  • নতুন গ্রাহকরা *166*32# ডায়াল করে এই অফার থেকে বের হয়ে যেতে পারবেন। 
  •  বোনাস ইন্টারনেট জানতে *124*67# ডায়াল করুন।
  • বোনাস এসএমএস ও মিনিট চেক করতে  *124*65# ডায়াল করুন।
  • একবার এই অফার থেকে বের হয়ে গেলে আপনি পুনরায় আবার এই অফার নিতে পারবেন না। প্যাকেজ পরিবর্তন করলেও অফারটি আর পাবেন না।

৪৮ টাকা রিচার্জ ৩০০ মিনিট বোনাস ও ২০০ মেগাবাইট ইন্টারনেট
  • ১৮ মে, ২০১৭ থেকে যারা নতুন সংযোগ চালু করেছেন অফারটি তাদের জন্য প্রযোজ্য।
  • ৪৮ টাকা রিচার্জ করার পর ৭৫ মিনিট টকটাইম (যে কোন অপারেটরে) ও ২০০ মেগাবাইট ইন্টারনেট ৩০ দিনের জন্য পাওয়া যাবে।
  • ৪৮ টাকা রিচার্জ করার পর ৫০ টি ফ্রী এসএমএস পাওয়া যাবে ৭ দিনের জন্য। 
  • ৭৫ মিনিট পরের মাসে পেতে আপনাকে মাসে ৫০ টাকা ব্যাবহার করতে হবে।
  • পরবর্তী মাসে ৭৫ মিনিট বোনাস টকটাইম ৭ দিনের জন্য পাওয়া যাবে।
  • ৭৫ মিনিট ১ মাসে মোট ৩ বার নেওয়া যাবে।
  • নতুন গ্রাহকরা *166*345#  ডায়াল করে এই অফার থেকে বের হয়ে যেতে পারবেন।
  • বোনাস এসএমএস, মিনিট ও ডাটা ব্যালেন্স চেক করতে  *124*24# ডায়াল করুন। 
  •  একবার এই অফার থেকে বের হয়ে গেলে আপনি পুনরায় আবার এই অফার নিতে পারবেন না। প্যাকেজ পরিবর্তন করলেও অফারটি আর পাবেন না।
নতুন সংযোগে যা যা থাকবে:
  • ৫ টাকা টকটাইম, ১৫ দিনের জন্য।
  •  আজিবন মেয়াদ।
  • ৫০ মেগাবাইট ফ্রী ইন্টারনেট ৩ দিনের জন্য।
  • ইন্টারনেট ব্যালেন্স চেক করতে *124*5# ডায়াল করুন।
  • নতুন সংযোগে ৫০ টি ফ্রী অন নেট এসএমএস পাওয়া যাবে ১০ দিনের জন্য।
  • Tএসএমএস এর মেয়াদ জানতে *124*4# ডায়াল করুন।
  • নতুন সংযোগে ৩০ দিনের জন্য আমার টিউন ফ্রী।
  • এবং কল রেট ২০.৮৩পয়সা/ ১০ সেকেন্ড হারে প্রযোজ্য। 
  • এ সুযোগ সীমিত সময়ের জন্য।
  • বাংলালিংক যে কোন সময় এই অফার পরিবর্তন বা বাতিল করতে পারবে। 
  • ১৫% ভ্যাট ,৫% এস ডি ও ১৫ এস সি প্রযোজ্য।


Comment Emoticon