Friday, September 15, 2017

Grameenphone 4G sim.

Tags


 ৪জি মোবাইল ইন্টারনেট বলতে আমরা ৪র্থ প্রজন্মের ইন্টারনেট সেবা বুঝি।  বাংলাদেশে সাম্প্রতি ৩জি অর্থাৎ ৩য় প্রজন্মের ইন্টারনেট সেবা চলছে এবং খুব তারাতারিই বাংলাদেশের সরকারি মোবাইল ফোন অপারেটর টেলিটক প্রথম এই ৪ জি ইন্টারনেট সেবা বাংলাদেশে অবমুক্ত করতে যাচ্ছে। সেই সাথে রবি, গ্রামীনফোন, বাংলালিংক সহ সব মোবাইল ফোন অপারেটরই ৪জি সেবা আনতে তাদের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।



 ৪জি ইন্টারনেট এর কিছু সাধারণ বৈশিষ্ট্য হলঃ

* তৃতীয় প্রজন্মের ইন্টারনেট গতির চাইতে চতুর্থ প্রজন্মের ইন্টারনেট সেবার গতি বেশি হবে।

* HSPA টেকনোলজি থেকে LTE টেকনোলজি অধিক কার্যকর।

* ৪জি ইন্টারনেটে  প্রতি সেকেন্ডে গতি হবে ১০০ মেগাবাইট পার সেকেন্ড, যেখানে ৩জি টে ছিল ৭.২।

*৪জি টেকনোলজিতে সরাসরি মোবাইলে টেলিভিশন দেখা যাবে।

* ৪জির ইন্টারনেট গতি বেশি হওয়ায় দৈনন্দিন কাজেরও অগ্রগতি হবে।


 গ্রামীনফোন ৪ জি নিয়ে কিছু কথা স্পষ্ট হওয়া দরকার, সেগুলু নিচে বিস্তারিতভাবে লিখা হল...।

১/ গ্রামীনফোন ৪ জি এখনো চালু হয়নি , অর্থাৎ ৪ জি চালু হবার আগেই এখন এর বিজ্ঞাপন চলছে ।
২/ ৪জি ইন্টারনেট চালাতে আপনার অবশ্যই ৪জি সম্বলিত হ্যান্ড সেট লাগবে ।
৩/ আপনার সিম টি ৪জি কিনা তা জানতে *121*3232#    ডায়াল করুন ।
৪/ আপনার সিমটি ৪জি হবার সম্ভাবনা খুবই কম তাই আপনার সিমটি রিপ্লেস করতে হতে পারে।
৫/ বর্তমানে গ্রামীণফোনের সিম রিপ্লেস চার্জ ১১০ টাকা তবে এর মূল্য বাড়তে বা কমতে পারে। 




Comment Emoticon