৪জি ইন্টারনেট এর কিছু সাধারণ বৈশিষ্ট্য হলঃ
* তৃতীয় প্রজন্মের ইন্টারনেট গতির চাইতে চতুর্থ প্রজন্মের ইন্টারনেট সেবার গতি বেশি হবে।
* HSPA টেকনোলজি থেকে LTE টেকনোলজি অধিক কার্যকর।
* ৪জি ইন্টারনেটে প্রতি সেকেন্ডে গতি হবে ১০০ মেগাবাইট পার সেকেন্ড, যেখানে ৩জি টে ছিল ৭.২।
*৪জি টেকনোলজিতে সরাসরি মোবাইলে টেলিভিশন দেখা যাবে।
* ৪জির ইন্টারনেট গতি বেশি হওয়ায় দৈনন্দিন কাজেরও অগ্রগতি হবে।
গ্রামীনফোন ৪ জি নিয়ে কিছু কথা স্পষ্ট হওয়া দরকার, সেগুলু নিচে বিস্তারিতভাবে লিখা হল...।
১/ গ্রামীনফোন ৪ জি এখনো চালু হয়নি , অর্থাৎ ৪ জি চালু হবার আগেই এখন এর বিজ্ঞাপন চলছে ।
২/ ৪জি ইন্টারনেট চালাতে আপনার অবশ্যই ৪জি সম্বলিত হ্যান্ড সেট লাগবে ।
৩/ আপনার সিম টি ৪জি কিনা তা জানতে *121*3232# ডায়াল করুন ।
৪/ আপনার সিমটি ৪জি হবার সম্ভাবনা খুবই কম তাই আপনার সিমটি রিপ্লেস করতে হতে পারে।
৫/ বর্তমানে গ্রামীণফোনের সিম রিপ্লেস চার্জ ১১০ টাকা তবে এর মূল্য বাড়তে বা কমতে পারে।
Comment Emoticon