Saturday, April 15, 2017

robi new sim offer.

Tags

সাম্প্রতি যোগ হওয়া রবি ও এয়ারটেল কম্পানির রবি এক্সিয়াটা  লিমিটেড বর্তমানে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তর মোবাইল অপারেটর।
রবি তাদের গ্রাহক বাড়াতে নতুন একটি উদ্যোগ হাতে নিয়েছে। তারা তাদের নতুন সংযোগের ক্ষেত্রে ইন্টারনেট সেবায় বিশেষ ছাড় দিয়েছে।

আসুন রবির নতুন সংযোগের বিষয়ে কিছু তথ্য জেনে নেইঃ-

# রবির নতুন সংযোগে ৬ জিবি পর্যন্ত ইন্টারনেট ডিসকাউন্টপাওয়া যাবে।

# নতুন সংযোগে প্রথম ৩৪ টাকা রিচার্জ করলে ১ জিবি ইন্টারনেট ৯ টাকায় পাওয়া যাবে।

# এই ১ জিবি ইন্টারনেট এর মেয়াদ ৭ দিন।  এটা ২৪ ঘণ্টাই ব্যাবহার করা যাবে।

# কিন্তু ৩৪ টাকা রিচার্জ না করলে ইন্টারনেট অফারটি পাওয়া যাবে না।

# ৩৪ টাকা রিচার্জ করে ১ জিবি ইন্টারনেট মাসে একবারই পাওয়া যাবে।

# পরবর্তী ৫ মাস পর্যন্ত ৩৪ টাকা রিচার্জ করে ১ জিবি করে ইন্টারনেট পাওয়া যাবে।

# নতুন সংযোগে রেট কাটার অফারও পাওয়া যাবে। ২৯ রিচার্জ করলে ৩০ দিনের জন্য রবি টু রবি আধা পয়সা ও অন্যান্য নাম্বারে ১ পয়সা সেকেন্ড কল রেট পাওয়া যাবে।

# নতুন সংযোগে ৫ টাকা প্রিলোডেড ব্যালেন্স থাকবে যার মেয়াদ ১৫ দিন। ৫০ টি অ্যানি নেট এসএমএস থাকবে যার মেয়াদ থাকবে ৩০ দিন। এবং অফার ছাড়া মূল কল রেট হবে ২০.৭৫পয়সা/ ১০ সেকেন্দের জন্য।

# ব্যালেন্স জানতে  *২২২# ডায়াল করুন, এসএমএস ব্যালেন্স জানতে *২২২*১২# এবং বোনাস ইন্টারনেট এর মেয়াদ জানতে *১২৩*৩*৫# ডায়াল করুন।

# সকল মূল্যের সাথে ভ্যাট, এস ডি, ও এস সি প্রযোজ্য।





Comment Emoticon