Saturday, April 15, 2017

1424 mb and seconds @ 24 taka: teletalk offer.

Tags

 বাংলাদেশের প্রথম সরকারি মোবাইল ফোন কোম্পানি হচ্ছে টেলিটক। টেলিটক কম রেটে কল, এসএমএস, ও ইন্টারনেট সবা দিয়ে রাহকদের সন্তুষ্টি অর্জন করে যাচ্ছে। বাংলা নববর্ষ ১৪২৪ উপলক্ষে টেলিটক গ্রাহকদের জন্য নিয়ে এসেছে এক দারুন ইন্টারনেট অফার, ১৪২৪ মেগাবাইট ইন্টারনেট মাত্র ২৪ টাকায়। সাথে রয়েছে ১৪২৪ (২৩.৭৩ মিনিট) সেকেন্ড টকটাইম ।


আসুন এই দারুন অফার সমন্ধে বিস্তারিত জেনে নেইঃ-

# সকল প্রিপেইড গ্রাহক এই অফারটি উপভোগ করতে পারবে।

# এই অফারতির মূল্য ২৪ টাকা (সকল চার্জ সহ) ।

# গ্রাহকরা *111*62# ডায়াল করে অথবা P24 লিখে 111 নাম্বারে এসএমএস করে এই অফারটি নিতে পারবে।

# এই অফারটি ১৩ এপ্রিল ২০১৭ থেকে ১৭ এপ্রিল ২০১৭ পর্যন্ত চলবে।

# অফার চলাকালীন গ্রাহকরা যতবার খুশি এই অফারটি নিতে পারবেন।

# বোনাস মিনিট এবং ইন্টারনেট এর মেয়াদ ৩ দিন।

# তবে বোনাস মিনিট ও ইন্টারনেট ২৪ ঘণ্টাই ব্যাবহার করা যাবে।

# অব্যাবহৃত মিনিট বা ইন্টারনেট পরবর্তীতে আর ব্যাবহার করা যাবেনা।

#  ইন্টারনেট শেষ হয়ে যাবার পর পে পার ইউজ ডাটা রেট ৩০ কিলোবাইট/ ১ পয়সা হারে প্রযোজ্য হবে।

# অব্যাবহৃত মিনিট ও ইন্টারনেট এর পরিমান জানতে U লিখে 111 নাম্বারে এসএমএস করুন।


Comment Emoticon