Saturday, April 15, 2017

GPAY Wallet Offer.

Tags

গ্রামীনফোন বাংলাদেশের ১ নাম্বার মোবাইল ফোন অপারেটর। ২০ বছর ধরে গ্রামীনফোন বাংলাদেশের মোবাইল গ্রাহকদের নানা ধরনের সুবিধা দিয়ে যাচ্ছে। সাম্প্রতি তারা তাদের গ্রাহকদের জন্য তাদের নিজস্ব ফিনান্সিয়াল সার্ভিস চালু করেছে যার মানে GPAY।
 GPAY থেকে গ্রাহক গ্যাস বিল, বিদ্যুৎ বিল, পানি বিল ছাড়াও যে কোন ধরনের পে করতে পারবেন। এছাড়াও গ্রাহকগন যে কোন গ্রামীনফোন নাম্বারে GPAY থেকে ফ্লেক্সিলোডও করতে পারবেন।


নতুন বাংলা নববর্ষ ১৪২৪ উপলক্ষে GPAY থেকে দারুন একটি অফার দেওয়া হচ্ছে।
আসুন দেখে নেয়া যাক নতুন বাংলা নববর্ষ উপলক্ষে GPAY কি অফার দিছছেঃ-

# পহেলা বৈশাখ ১৪২৪ উপলক্ষে GPAY থেকে ২৪ টাকা রি চার্জ করলে গ্রাহক ১৪ মিনিট ও ২৪ মেগাবাইট ইন্টারনেট বোনাস পাবেন।

# মূল টাকা গ্রাহকের অ্যাকাউন্ট এ জমা হবে।

# অফারটি ১২ এপ্রিল ২০১৭ থেকে ১১ মে ২০১৭ পর্যন্ত চলবে।

# যে কোন প্রিপেইড গ্রাহক অফারটি নিতে পারবেন।

# ১৪ মিনিট ও ২৪ মেগাবাইট ইন্টারনেট গ্রাহকের বোনাস অ্যাকাউন্ট এ যোগ হবে।

# অফার চলাকালীন গ্রাহক যতবার খুশি এই অফারটি নিতে পারবেন।

# রিচার্জ করার পর থেকে ৬ ঘণ্টা বোনাসের মেয়াদ থাকবে।

# লোয়ার কল রেট বা এফ এন এফ এর ক্ষেত্রে বোনাস মিনিট ব্যাবহার করা যাবেনা।

# মেগাবাইট যে কোন সাইটে ব্যাবহার করা যাবে।

# বোনাস মিনিটের ক্ষেত্রে *1000*2# এবং মেগাবাইটের ক্ষেত্রে *567*1# ডায়াল করে ব্যালেন্স জানতে পারবেন।




Comment Emoticon