এয়ারটেল বাংলাদেশ লিমিটেড (মূলত রবি) তাদের অব্যাবহৃত গ্রাহকদের জন্য একটি নতুন ও আকর্ষণীয় অফার চালু করেছে, ২ জিবি ইন্টারনেট ও সাশ্রয়ী কল রেট। এখন থেকে যে কোন এয়ারটেল গ্রাহক তাদের অব্যাবহৃত সংযোগে ১৯ টাকা রিচার্জ করলে সাথে সাথেই পেয়ে যাবে ৫১২ মেগাবাইট ইন্টারনেট এবং সর্বনিন্ম কল রেট।
অফারটি সমন্ধে কিছু বিস্তারিত তথ্য হলঃ-
# ১৯ টাকা প্রথমবার রিচার্জ করলে এই অফারটি পাওয়া যাবে।
# অফারটি পাবেন কিনা জানতে যে কোন এয়ারটেল সংযোগ থেকে আপনার এয়ারটেল নাম্বারটি লিখে ৯০০০ নাম্বারে এসএমএস করুন।
# রিচার্জ করার ৩০ দিন পর্যন্ত অন-নেট নাম্বারে ৩০ পয়সা ও অফ-নেট নাম্বারে ৬০পয়সা প্রতি মিনিট হারে কল রেট প্রযোজ্য।
# অন-নেট কল রেট যে কোন রবি ও এয়ারটেল নাম্বারের ক্ষেত্রে প্রযোজ্য।
# রিচার্জ করার সাথে সাথেই ১৫ দিনের মেয়াদ সহ ৫১২ মেগাবাইট ইন্টারনেট পাওয়া যাবে যা ২৪ ঘণ্টা যে কোন সাইটে ব্যাবহারযোগ্য ।
# বাকী ১.৫ জিবি ইন্টারনেট পেতে হলে আপনাকে রিচার্জ করার ৩০ দিনের মধ্যে ৩০ টাকা খরচ করতে হবে।
# স্পেশাল কল রেট শুধুমাত্র ৩০ দিনের জন্য প্রযোজ্য।
# ইন্টারনেট ব্যালেন্স জানতে *8444*88# নাম্বারে ডায়াল করুন।
# অন্যান্য বিষয় জানতে *222*2# নাম্বারে ডায়াল করুন।
# পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই অফার চলবে।
# সকল কল রেটের সাথে ভ্যাট, এসডি ও এসসি প্রযোজ্য।