Sunday, April 2, 2017

Banglalink Offer : Make a Classic Number Your New One!

Tags

 রবি ও এয়ারটেল এক হওয়ার আগে বাংলালিংক বাংলাদেশের ২য় বৃহত্তর মোবাইল ফোন অপারেটর ছিল। কিন্তু বর্তমানে বাংলালিংক বাংলাদেশের ৩য় বৃহত্তর মোবাইল অপারেটর। বাংলালিংক যখন প্রথম তাদের সিম বাজারজাত করে তখন তাদের নাম্বার শুরু হয়েছিল ০১৯১১ দিয়ে। অনেকদিন পর আবার বাংলালিংক তাদের গ্রাহকদের জন্য সেই পুরাতন নাম্বার ০১৯১১ নিয়ে এসেছে স্পেসাল্ভাবে । মাত্র ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে এই স্পেশাল সিরিজের নাম্বারের জন্য।
আসুন বাংলালিংক এর স্পেশাল সিরিজের নাম্বারের জন্য বিস্তারিত জেনে নেই,


অফার সম্মন্ধে বিস্তারিত:

  • জাববাংলালিংকের এই স্পেশাল নাম্বার ০১৯১১ দিয়ে শুরু হবে। উদাহরণ হিসেবে একটা নাম্বার দেখানো হল ০১৯১১৮৭৬৫৪৩।
  • বাংলালিংকের সকল কাস্টমার কেয়ার, রিটেইল আউটলেট, বাংলালিংক সার্ভিস পয়েন্ট থেকে এই সিম সংগ্রহ করা যাবে।
  • সংযোগ মূল্য মাত্র ৩০০ টাকা।
  • তবে বাংলালিংক যে কোন সময় সিমের মূল্য পরিবর্তন করতে পারে।
  • স্পেসাল ০১৯১১ সিরিজের সিম কেনার সময় গ্রাহককে অবশ্যই তার জাতীয় পরিচয় পত্র ও পাসপোর্ট সাইজের ছবি নিয়ে আসতে হবে।
  • স্পেশাল সিরিজ নাম্বারের জন্য বর্তমান প্রিপেইড কল রেট প্রযোজ্য হবে।
  • এ সুযোগ স্টক থাকা পর্যন্ত চলবে।
 


Comment Emoticon