গ্রামীনফোন আপনার জন্য নিয়ে এসেছে দারুন সারপ্রাইজ বোনাস অফার। গ্রামীনফোন মূলত তাদের ২০ বছর পূর্তি উপলক্ষে ইদানিং দারুন সব অফার দিচ্ছে, আসুন এই অফার সমন্ধে বিস্তারিত জেনে নেই।
- এখন ৩০০ বা টার বেশি পরিমান টাকা রিচার্জ করলে গ্রামীনফোন আপনাকে দিচ্ছে ২০% অন নেট বোনাস মিনিট। অর্থাৎ যদি কোন গ্রাহক ৩০০ টাকা রিচার্জ করে তাহলে সে ৬০ মিনিট জিপি টু জিপি অন নেট বোনাস মিনিট পাবে। আর ৩০০ টাঁকার বেশি রিচার্জ করলে সেই অনুপাতে বোনাস মিনিট পাবে।
- এই অফারটি শুধুমাত্র প্রিপেইড গ্রাহকদের জন্য প্রযোজ্য।
- এই অফারটি জিপি ভিলেজ ফোন, পাবলিক ফোন, বিপিও গ্রাহকদের জন্য নয়।
- বোনাস মিনিট জিপি-জিপি কলের জন্য প্রযোজ্য।
- ঢাকা সার্কেলের গ্রাহকরা এই অফার পাবেন না, তারা ৩০৮ টাকা রিচার্জ করলে ৮০% বোনাস অফার পাবেন।
- বোনাস মিনিটের মেয়াদ ৩ দিন।
- অফারটি ৭ দিনের জন্য চলবে (৩০ মার্চ ২০১৭ – ৬ এপ্রিল ২০১৭ পর্যন্ত)
- গ্রাহকগন রিচার্জ করার পর এসএমএস এর মাধ্যমে নোটিফিকেশান পাবেন।
- বোনাস বালান্স জানতে ডায়াল করুন *566*22# নাম্বারে।
- সকল ধরনের রেট পরিবর্তন করার অধিকার গ্রামীনফোন সংরক্ষন করে।
Comment Emoticon