Tuesday, April 4, 2017

Action Pack 1GB : Gp Offer.

Tags

গ্রামীনফোন বাংলাদেশের বৃহত্তর মোবাইল ফোন অপারেটর। চাহিদা ও গ্রাহক সেবা অনুসারে গ্রামীনফোন তাদের সেবা গ্রাহকদের দিয়ে থাকে। সাম্প্রতি গ্রামীনফোন তাদের নতুন একটি অফার গ্রাহকদের মাঝে নিয়ে এসেছে, সেটি হল অ্যাকশান প্যাক ইন্টারনেট। সাশ্রয়ী মূল্যে এই ইন্টারনেট সেবাটি পাওয়া যাবে, ১ জিবি মাত্র ১৯৯ টাঁকায়।
কিন্তু ইন্টারনেট বিভাগগুলো শ্রেণী বিভাগ করা। নীচে এর বিন্যাস দেয়া হলঃ
২৫৬ মেগাবাইট ফেসবুক
২৫৬ মেগাবাইট ভিডিও
২৫৬ মেগাবাইট জিপি মিউজিক
২৫৬ মেগাবাইট সব সাইটে ব্যাবহার যোগ্য।
এই সব মিলিয়ে ১ জিবি অ্যাকশান প্যাক ইন্টারনেট।

শর্তাবলী:

  • অ্যাকশান প্যাকটি একটিভ করতে ডায়াল করুন *121*3036# নাম্বাভুক্ত
  •  অ্যাকশান প্যাকটির মেয়াদ ২৮ দিন।
  •  প্যাকেজটির মূল্য ১৯৯ টাকা (এস ডি, ভ্যাট, এস সি অন্তর্ভুক্ত)
  • অফারটি সকল প্রিপেইড ও পোস্টপেইড গ্রাহকদের জন্য প্রযোজ্য।
  • পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত অফারটি চলবে।
  • ইন্টারনেট ডাটা শেষ হয়ে যাবার পর ১০কিলবাইট/১ পয়সা হারে চার্জ প্রযোজ্য হবে ২৪৪ টাকা পর্যন্ত।  (এস ডি, ভ্যাট, এস সি অন্তর্ভুক্ত)
  • অব্যাবহৃত ডাটা পরের মাসে ব্যাবহার করা যাবে যদি একই প্যাকেজ নেয়া হয় অথবা অটো রিনিয়াল করা থাকে।
  • যদি কোন গ্রাহকের অ্যাকশান প্যাক কেনার আগে কোন ইন্টারনেট প্যাক নিয়ে থাকেন তাহলে অ্যাকশান প্যাক নেয়ার পর সেটি আগের ইন্টারনেট এর সাথে সমন্বয় হয়ে যাবে।
  • অ্যাকশান প্যাকে ২৫৬ মেগাবাইট ফেসবুক, ২৫৬ মেগাবাইট ভিডিও, ২৫৬ মেগাবাইট জিপি মিউজিক ও ২৫৬ মেগাবাইট সব সাইটে ব্যাবহার যোগ্য।

 [Note : you can you regular internet 256 mb from this action pack]


Comment Emoticon