Wednesday, April 5, 2017

Banglalink My Offer.

Tags

 বাংলালিংক তাদের গ্রাহকদের জন্য নিয়ে এসেছে বাংলালিংক মাই অফার। এটি বাংলালিংক গ্রাহকদের জন্য একটা প্রমোশনাল অফার। গ্রাহক তাদের নির্দিষ্ট পরিমান টার্গেট পূরণ করে বোনাস পেতে পারে।
 
আসুন বাংলালিংক মাই অফার সমন্ধে কিছু তথ্য জেনে নেই।

# প্রতিদিনের বাংলালিংক মাই অফার জানতে *7323# ডায়াল করুন।

#প্রতিদিন ২০০% পর্যন্ত মাই অফার পেতে পারেন। 

# মাই অফারের ব্যালেন্স জানতে *121*7*5#   ডায়াল করুন ।

# পোস্টপেইড, পি সি ও, ই-ভাউচার গ্রাহকগন এই সুবিধা পাবেন না।

# বোনাস মিনিট যে কোন বাংলালিংক নাম্বারে সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ব্যাবহার করা যাবে।

#বোনাস ইন্টারনেট যে কোন সময় ব্যাবহার করা যাবে, মেয়াদ হবে দুইদিন।

# সকল কল রেট এর সাথে এস সি, ভ্যাট, এস ডি প্রযোজ্য।

#পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই অফার চলবে।

# বাংলালিংক যেকোনো সময় এই অফার বাতিল বা পরিবর্তন করতে পারে ।


Comment Emoticon