Wednesday, April 5, 2017

Banglalink Balance Transfer.

Tags

বাংলালিংক বাংলাদেশে সর্বপ্রথম কম পরিমানে ব্যালেন্স ট্রান্সফার সিস্টেম চালু করে। মাত্র ১০ টাকা থেকে শুরু করা বাংলালিংকের ব্যালেন্স ট্রান্সফার সিস্টেম শুরু থেকে আজ পর্যন্ত খুবই ভালমতো কাজ করছে।  বাংলালিংকের ব্যালেন্স ট্রান্সফার সার্ভিসটি রেজিস্ট্রেশান করতে ও ব্যালেন্স পাঠাতে কি কি করতে হয় আসুন দেখে নেই। 


# বাংলালিংকের ব্যালেন্স ট্রান্সফার সার্ভিসটি রেজিস্ট্রেশান করতে প্রথমে *1000# ডায়াল করতে হবে। আপনি এসএমএস এ একটি পিন নাম্বার পাবেন। যা আপনি ইচ্ছা করলে পুনরায় *1000# তে প্রবেশ করে পরিবর্তন করে নিতে পারবেন।


# পিন সেট করার পর আপনি এসএমএস করে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন। এসএমএস ফরম্যাট টি হল ‘BTR<space>Amount<space>Receiver Mobile Number<space>PIN’ তারপর 1000 নাম্বারে পাঠাতে হবে।

উদাহরণঃ- BTR 100 019xxxxxxxx 1234 and sent to 1000.


# এছাড়াও USSD কোড ডায়াল করে গ্রাহক ইচ্ছা করলে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন। এক্ষেত্রে *1000# ডায়াল করে পরবর্তী নির্দেশনা অনুসরণ করে ব্যালেন্স ট্রান্সফার করা যাবে।


# গ্রাহক যেকোনো সময় চাইলে পিন পরিবর্তনও করতে পারবেন । এক্ষেত্রে এসএমএস অপশন এ গিয়ে লিখতে হবে CPIN<space>OLDPIN<space>NEWPIN. উদাহরণ: ‘CPIN 1234 4321’ এরপর এসএমএস পাঠাতে হবে 1000 নাম্বারে।


# প্রতিবার ১০ টাকা থেকে ১০০ টাকা পর্যন্ত ব্যালেন্স ট্রান্সফার করা যাবে। এবং একদিনে ৫০০ টাকা ও একমাসে মোট ১০০০ টাকা ব্যালেন্স ট্রান্সফার করা যাবে। 


# এসএমএস চার্জ সকল চার্জ সহ ২.৪৪ টাকা প্রতি এসএমএস।  এবং যে ব্যালেন্স পাঠাবে ও যে ব্যালেন্স পাবে উভয়কে ২.৪৪ টাকা চার্জ কাটা হবে।


# সার্ভিস সংক্রান্ত সকল দায় বাংলালিংক বহন করবে। এবং বাংলালিংক তাদের অন্যান্য রেট পরিবর্তনের অধিকার সংরক্ষন করে।



Comment Emoticon