যেসকল গ্রামীনফোন প্রিপেড গ্রাহকগন ২৮ শে ডিসেম্বর, ২০১৬ এর আগে থেকে তাদের সংযোগ টি ব্যাবহার করেন না তারা ২৯ টাঁকা রিচার্জ করলে আধা পয়সা সেকেন্ড জিপি টু জিপি (রাত ১২ তা থেকে বিকেল ৫ টা পর্যন্ত) এবং ১ পয়সা সেকেন্ড যেকোনো নাম্বার এ কথা বলার জন্য ৩০ দিনের জন্য এই অফারটি পাবেন।
অফার সমন্ধে বিস্তারিত
- অফারটি পাবার প্রথম শর্ত হচ্ছে আপনাকে একেবারে ২৯ টাকা প্রথমে রিচার্জ করতে হবে।
- এই অফারটি ০৮ ফেব্রুয়ারী ২০১৭ থেকে পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত চলবে।
- যে সকল প্রিপেইড গ্রাহকগন ২৮ ডিসেম্বর ২০১৬ থেকে তাদের সংযোগটি ব্যাবহার করছেন না তারা এই অফারটি পাবেন।
- এই অফারটি পাবেন কিনা জানতে “Feb 017XXXXXXXX” লিখে 9999 নম্বরে এসএমএস করুন।
- অনবন্ধিত গ্রাহক বা যারা ১৫ ডিসেম্বর ২০১৪ এর পর সংযোগ ব্যাবহার করেননি তারা এই অফার পাবেন না।
- আধা পয়সা সেকেন্ড অফার জিপি নাম্বারে রাত ১২ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত চলবে।
- এক পয়সা সেকেন্ড অফার অন্যান্য অপারেটরে ২৪ ঘণ্টা কলের জন্য প্রযোজ্য।
- বিকাল ৫ টার পর থেকে যে কোন জিপি নাম্বারেও ১ পয়সা সেকেন্ড কল রেট প্রযোজ্য হবে।
- নির্বাচিত গ্রাহকরা অফারটি পেতে কেবলমাত্র ২৯ টাকাই রিচার্জ করবেন।
- রিচার্জ করার দিন থেকে ৩০ দিন পর্যন্ত এই কল রেট বহাল থাকবে, তবে চাইলে গ্রাহকরা অফার চলাকালীন একাধিকবার ২৯ টাঁকা ভরে মেয়াদ বাড়াতে পারবেন।
- অফার চলাকালীন সময় গ্রাহকরা এফ এন এফ, সুপার এফ এন এফ এর মত অন্যান্য সুবিধাও পাবেন।
- গ্রাহকরা চাইলে *111*59# ডায়াল করে এই অফার থেকে বের হয়েও যেতে পারবেন।
- যে কোন শর্ত পরিবর্তন করার অধিকার অবশ্যই গ্রামীনফোন সংরক্ষন করে।
- সকল কল রেটের মধ্যে ৫% অতিরিক্ত চার্জ, ১৫% ভ্যাট ও ১% সার চার্জ প্রযোজ্য।
Comment Emoticon