বাংলালিংক আপনার জন্য নিয়ে এল ১৭৫ মেগাবাইট ইন্টারনেট মাত্র ৩৬ টাঁকায় (সকল চার্জ সহ) এর সাথে আপনি ৭ দিনের জন্য সোশ্যাল প্যাক ও ব্যাবহার করতে পারবেন, তবে সেটি ব্যাবহার করতে পারবেন শুক্রবার ও শনিবার। কিন্তু ১৭৫ মেগাবাইট ইন্টারনেট আপনি সবসময় যে কোন সাইটে ব্যাবহার করতে পারবেন।
- এটি বাংলালিংকের রেগুলার ইন্টারনেট প্যাকেজ নয়।
- *5000*501# ডায়াল করে ১৭৫ মেগাবাইট ইন্টারনেট প্যাক কিনতে পারবেন।
- *5000*566# ডায়াল করে 1 প্রেস করে অটো রিনিয়াল অন করা যাবে এবং 2 প্রেস করে অটো রিনিয়াল অফ করা যাবে।
- অন্যভাবে "renew off vol" বা "renew on vol" লিখে 5000 নাম্বারে এসএমএস করে অটো রিনিয়াল অন বা অফ করা যাবে।
- ব্যালেন্স জানতে ডায়াল করুন *5000*500# নাম্বারে।
- কেনা মেগাবাইট শেষ হয়ে গেলে ১পয়সা/কিলোবাইট চার্জ প্রযোজ্য হবে যার গতি হবে ১২৮ কিলোবাইট প্রতি সেকেন্ডে।
- কেনা প্যাকটি বাতিল করতে ডায়াল করুন *5000*536# নাম্বারে।
- সোশ্যাল মেগাবাইট ব্যাবহার করা যাবে শুক্রবার ও শনিবারে।
- সোশ্যাল মিডিয়া হিসেবে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও টুইটার ব্যাবহার করা যাবে।
- কোন নোটিশ ব্যাতিরেকে বাংলালিংক এই অফার বাতিল বা পরিবর্তিত করতে পারে।
Comment Emoticon