Tuesday, March 28, 2017

20 and Beyond : Gp Offer.

Tags


গ্রামীনফোন তাদের ২০ বছর পূর্তি উপলক্ষে গ্রাহকদের জন্য সারপ্রাইজ অফার নিয়ে এসেছে।
বিশেষ করে ইন্টারনেট প্যাকেজে এই বিশেষ ছাড় পাওয়া যাবে। 
অফারের বিস্তারিত:
  • সকল প্রিপেইড এবং পোস্টপেইড সচল গ্রাহকগন এই অফারের জন্য উপযুক্ত।
  • এই অফারটি ২৭ মার্চ ২০১৭ থেকে ০২ এপ্রিল ২০১৭ পর্যন্ত চলবে।
  • আপনার অফারটি জানতে *2020# অথবা “GP20” লিখে এসএমএস করুন 9999 নাম্বারে।
  • অফার চলাকালীন সময়ে মাত্র একবারই অফারটি নেওয়া যাবে।
  • ইন্টারনেট বা যে কোন মিনিট ব্যান্ডেল কেনার ক্ষেত্রে শর্ত প্রযোজ্য।
  • পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অফারটি চলবে।
  • গ্রামীনফোন কোন কারন ব্যাতিরেকে অফার বন্ধ বা পরিবর্তন করতে পারে।
  •  সকল কল রেটের মধ্যে ৫% অতিরিক্ত চার্জ, ১৫% ভ্যাট ও ১% সার চার্জ প্রযোজ্য।


Comment Emoticon