Wednesday, April 5, 2017

Boishakhi Jhoro Offer by Robi.

Tags


 বৈশাখী ঝড়ো অফারঃ-
 
রবি মাঝে মাঝেই তাদের গ্রাহকদের জন্য স্পেশাল অফার নিয়ে আসে। এবারের বৈশাখে রবি নিয়ে এসেছে তাদের ক্যাম্পেইন বৈশাখী ঝড়ো অফার।
এই ক্যাম্পেইনে অংশ নিতে হলে গ্রাহককে প্রথমে এই সেবায় নিবন্ধন করতে হবে। নিবন্ধন করার পর গ্রাহক বাংলাদেশের শোবিজ (সিনেমা/নাটক/বিজ্ঞাপন ইত্যাদি) সংক্রান্ত দৈনিক এসএমএস আপডেট/তথ্য পাবেন। এছাড়া, প্রতিযোগিতার সময়কালে গ্রাহক প্রতিযোগিতার প্রশ্ন পাবেন। বিদ্যমান ঢালিউড২৪ নিউজ অ্যালার্ট গ্রাহকগণ এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। এজন্যে তাদেরকে START Q লিখে ৭০৫৬ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ২০,০০০ পয়েন্টের বেঞ্চমার্ক অর্জনকারী একজন বিজয়ী একটি আইফোন ৭ হ্যান্ডসেট জিততে পারবেন। ক্যাম্পেইনের মেগা পুরস্কারটি আগে আসলে আগে পাবেন ভিত্তিতে বিবেচিত হবে। প্রতিদিন ৮০০ পয়েন্ট অর্জনকারী একজন বিজয়ী একটি সিম্ফনি ই৭ হ্যান্ডসেট জিতবেন। দৈনিক পুরস্কারও প্রথমে আসলে প্রথমে পাবেন ভিত্তিতে বণ্টিত হবে। এই ক্যাম্পেইনের মেয়াদ থাকবে ২৩ দিন। কাজেই, সর্বোচ্চ হ্যান্ডসেট বিজয়ীর সংখ্যা থাকবে ২৩ জন। এছাড়া, একজন গ্রান্ড হ্যান্ডসেট বিজয়ী থাকবে। কিন্তু অসৎ উপায় অবলম্বন করলে গ্রাহককে পুরস্কার থেকে বঞ্ছিত করা হবে।

আসুন রবির বৈশাখী ঝড়ো অফার সমন্ধে জেনে নেইঃ
 
# এই ক্যাম্পেইনে অংশ নিতে হলে গ্রাহককে প্রথমে ঢালিউড২৪ নিউজ অ্যালার্ট- দৈনিক প্যাক সেবায় নিবন্ধন করতে হবে। 

# কুইজের ট্যারিফ ধরা হয়েছে ২.৪৪ টাকা/এসএমএস ।

# নিবন্ধন করতে গ্রাহককে START D24 লিখে ৭০৫৬ নম্বরে এসএমএস করতে হবে অথবা *৭০৫৬*২*১# ডায়াল করতে হবে।

# গ্রাহক ইচ্ছা করলে নিবন্ধন বাতিলও করতে পারবেন, নিবন্ধন বাতিল করতে STOP D24 লিখে ৭০৫৬ নম্বরে এসএমএস করতে হবে অথবা *৭০৫৬*২*২# ডায়াল করতে হবে।

# নিবন্ধনের পর গ্রাহক কনটেন্ট পাবে এবং স্বাগত মেসেজ পাবে, নিয়মনীতি ও পুরস্কারের বিবরণসহ প্রথম প্রশ্ন পাবে।  
 
# প্রতিটি সঠিক উত্তরের জন্যে গ্রাহক ২ পয়েন্ট পাবে, এবং ভুল উত্তরের জন্যে ০ পয়েন্ট পাবে।
 
# ভুল উত্তরের জন্যে কোন পয়েন্ট কাটা হবে না।

# কোন গ্রাহক খেলা বন্ধ করলে, তিনি আর কোন প্রশ্ন পাবেন না।
 
# SCORE লিখে ৭০৫৬ নম্বরে এসএমএস পাঠিয়ে স্কোর জানা যাবেজাব
 
# রবি কেবল একজন নতুন বিজয়ীকে পুরস্কার দিবে। যদি কোন গ্রাহক একাধিক দৈনিক পুরস্কার জিতে থাকে, তবে তিনি একটি পুরস্কারই জিততে পারবে। এবং মেগা পুরস্কার বিজয়ী দৈনিক পুরস্কার বিজয়ীদের মধ্যে থেকে হতে পারবে।
 
# টাইগার মিডিয়া বিজয়ীদের সাথে যোগাযোগ করবে, পুরস্কার বিতরণ করবে, এবং এই ক্যাম্পেইন ও সেবাটির সার্বিক পরিচালনা ও তত্ত্বাবধান করবে।

# যেকোনো তথ্য পরিবর্তন হলে রবি তাদের ওয়েবসাইট এর মাধ্যমে তা জানিয়ে দিবে। 


Comment Emoticon