Wednesday, April 5, 2017

Banglalink start-up offer for April month.

Tags

এপ্রিল,২০১৭ এর জন্য বাংলালিংক নতুন সিমের অফার

নতুন সংযোগ ব্যাবহারকারিদের জন্য বাংলালিংক নিয়ে এল দুইটি দারুন অফার। নতুন গ্রাহকরা তাদের প্রথম রিচার্জ এর মাধ্যমে এই অফার পাবেন। অফার দুইটি হলঃ
১/ ৪৪ টাকা রিচার্জ করলে ৩ জিবি ইন্টারনেট
২/ এবং ৪৮ টাকা রিচার্জ ২০০ মিনিট বোনাস ও সাশ্রয়ী কল রেট।


নীচে এ সমন্ধে বিস্তারিত বলা হলঃ-

৪৪ টাকা রিচার্জ করলে ৩ জিবি ইন্টারনেট
  • ৩য় এপ্রিল ২০১৭ থেকে যারা নতুন সংযোগ চালু করেছেন অফারটি তাদের জন্য প্রযোজ্য।
  • ৪৪ টাকা প্রথম  রিচার্জ করলে ৩০ দিনের জন্য এক পয়সা সেকেন্ড কল রেট প্রযোজ্য হবে, ৩০ দিন পরে আবার রেগুলার রেট শুরু হবে।
  •  রিচার্জ করার সাথে সাথেই ৫০ টি ফ্রী এসএমএস পাওয়া যাবে। মেয়াদ ৩ দিন।
  • ৪৪ টাকা রিচার্জ করার পর ৪৪ মিনিট টকটাইম (যে কোন অপারেটরে) ও ৭৫০ মেগাবাইট ইন্টারনেট ১৫ দিনের জন্য পাওয়া যাবে।
  • পরবর্তী মাসে ৭৭৪ মেগাবাইট ইন্টারনেট কিনতে পারবেন মাত্র ৯ টাঁকায়, মেয়াদ ৭ দিন।
  • ৭৭৪ মেগাবাইট ইন্টারনেট ৯ টাঁকায় কিনতে আপনাকে মাসে ৫০ টাকা ব্যাবহার করতে হবে।
  • ৭৭৪ মেগাবাইট ইন্টারনেট ৩০ দিনে মোট ৩ বার কেনা যাবে।
  • স্পেশাল কল রেট বোনাসের টাঁকার জন্য প্রযোজ্য নয়।
  • নতুন গ্রাহকরা *166*32# ডায়াল করে এই অফার থেকে বের হয়ে যেতে পারবেন।
  • বোনাস এসএমএস, মিনিট ও ডাটা ব্যালেন্স চেক করতে  *124*24# ডায়াল করুন।
  • একবার এই অফার থেকে বের হয়ে গেলে আপনি পুনরায় আবার এই অফার নিতে পারবেন না। প্যাকেজ পরিবর্তন করলেও অফারটি আর পাবেন না।

৪৮ টাকা রিচার্জ ২০০ মিনিট বোনাস ও সাশ্রয়ী কল রেট
  • ৩য় এপ্রিল ২০১৭ থেকে যারা নতুন সংযোগ চালু করেছেন অফারটি তাদের জন্য প্রযোজ্য।
  • ৪৮ টাকা রিচার্জ করার পর ৫০ মিনিট টকটাইম (যে কোন অপারেটরে) ও ২০০ মেগাবাইট ইন্টারনেট ৩০ দিনের জন্য পাওয়া যাবে।
  • ৪৮ টাকা রিচার্জ করার পর ৫০ টি ফ্রী এসএমএস পাওয়া যাবে ৩ দিনের জন্য। 
  • ৪৮ টাকা রিচার্জ করার পর বাংলালিংক নাম্বারে আধা পয়সা ও অন্য অপারেটরে ১ পয়সা মিনিট হারে ৩০ দিনের জন্য কম রেট পাওয়া যাবে।
  • পরবর্তী মাসে ৫০ মিনিট বোনাস টকটাইম ৭ দিনের জন্য পাওয়া যাবে।
  • ৫০ মিনিট ১ মাসে মোট ৩ বার নেওয়া যাবে।
  • নতুন গ্রাহকরা *166*345#  ডায়াল করে এই অফার থেকে বের হয়ে যেতে পারবেন।
  • বোনাস এসএমএস, মিনিট ও ডাটা ব্যালেন্স চেক করতে  *124*24# ডায়াল করুন। 
  •  একবার এই অফার থেকে বের হয়ে গেলে আপনি পুনরায় আবার এই অফার নিতে পারবেন না। প্যাকেজ পরিবর্তন করলেও অফারটি আর পাবেন না।
নতুন সংযোগে যা যা থাকবে:
  • ৫ টাকা টকটাইম, ১৫ দিনের জন্য।
  •  আজিবন মেয়াদ।
  • ৫০ মেগাবাইট ফ্রী ইন্টারনেট ৩ দিনের জন্য।
  • ইন্টারনেট ব্যালেন্স চেক করতে *124*5# ডায়াল করুন।
  • নতুন সংযোগে ৫০ টি ফ্রী অন নেট এসএমএস পাওয়া যাবে ১০ দিনের জন্য।
  • এসএমএস এর মেয়াদ জানতে *124*4# ডায়াল করুন।
  • নতুন সংযোগে ৩০ দিনের জন্য আমার টিউন ফ্রী।
  • এবং কল রেট ২০.৮৩পয়সা/ ১০ সেকেন্ড হারে প্রযোজ্য। 
  •  সকল রেটের সাথে ভ্যাট , এসসি ও এসডি প্রযোজ্য।


Comment Emoticon