রবি তাদের গ্রাহকদের জন্য নিয়ে এসেছে একটি নতুন ইসলামিক প্যাকেজ যার নাম "নূর" ।
আকর্ষণীয় কল রেট, আকর্ষণীয় ডাটা ও নানা রকম ইসলামিক সার্ভিসসহ রবি এই প্যাকেজটি নিয়ে এসেছে মূলত ইসলামিক চেতনা নিয়ে।
আসুন জেনে নেই রবি "নূর" প্যাকেজের সুবিধা ও ট্যারিফ সম্বন্ধেঃ-
# রবি "নূর" প্যাকেজে মাইগ্রেট করতে *১২৩*০০৭৭# ডায়াল করুন।
# রবি "নূর" প্যাকেজ ব্যবহার থেকে প্রাপ্ত অর্থ ইসলামিক ব্যাংকিং ব্যবস্থায় জমা করা হবে।
# রবি এটাকে সুদবিহীন ব্যবস্থা বলে উল্লেখ করেছে।
# ক্যাম্পেইন শুরুর প্রথম ৬ মাসে নতুন সংযোগ ব্যবহারকারীদের থেকে প্রাপ্ত আয়ের ১% (ভ্যাট ও ট্যাক্স ব্যতীত) বিভিন্ন উন্নয়নমূলক ফান্ডে দান করা হবে।
# তবে কোন প্রতিষ্ঠানে অরথ দান করা হবে তা রবি ঠিক করবে।
# বিশেষ ইসলামিক সার্ভিসসমূহে রবি বিশেষ ছাড় দিয়েছে
রবি’র ইসলামিক আয়োজনের জন্য ডায়াল করুন *১২৩*৭৮৬# নাম্বারে।
# নূর-নূর কলরেট ৭ পয়সা/১০ সেকেন্ড।
# গ্রাহক প্রথমবার ৩৪ টাকা রিচার্জ করলে ৩০ দিনের জন্যে বিশেষ কল রেট পাবে (রবি/এয়ারটেল নম্বরে ০.৫ পয়সা/সেকেন্ড, এবং অন্যান্য লোকাল নম্বরে ১ পয়সা/সেকেন্ড)।এবং ২৯ টাকা রিচার্জ করে "নূর" গ্রাহক সকল লোকাল নম্বরে ১ পয়সা/সেকেন্ড কল রেট উপভোগ করতে পারবে।যার মেয়াদ হবে ১৫ দিন।
# নতুন "নূর" গ্রাহকেরা ৫১ টাকায় ১ জিবি ডাটা কিনতে পারবেন। ৪ দিনের মেয়াদে মাসে সর্বোচ্চ ৪ বার (প্রতি মাসে ও পরবর্তী নোটিস না দেওয়া পর্যন্ত)। ৭ দিনে সর্বোচ্চ ১ বার এই ডাটা প্যাক কেনা যাবে। অব্যবহৃত ইন্টারনেট এর মূল্য পরবর্তীতে যোগ হবে না।
# রবি "নূর" প্যাকেজে রবি থেকে কোনো ধরণের প্রমোশনাল এসএমএস দেওয়া হবে না।
# নুর প্যাক- অন্যান্য অপারেটর (রবি/এয়ারটেল সহ): ২০.৭৭৫ পয়সা/১০ সেকেন্ড।
# নতুন সংযোগ কেনার পর মূল অ্যাকাউন্টে ৫ টাকা বোনাস থাকবে যার মেয়াদ ১৫ দিন। যে কোন লোকাল নম্বরে ৫০টি ফ্রি এসএমএস থাকবে। এবং প্রথমে ৩৪ টাকা রিচার্জ করলে বিশেষ সুবিধা পাওয়া যাবে।
# ৫% এসডি, ১৫% ট্যারিফসহ ভ্যাট এবং ১% সারচার্জ প্রযোজ্য (ইসলামিক সার্ভিস ছাড়া) ।
Comment Emoticon