Thursday, July 20, 2017

Banglalink Reactivation Offer

Tags

 বাংলালিংক তাদের পুরাতন গ্রাহকদের জন্য রি একটিভেশন অফার ঘোষণা করেছে। যে সকল গ্রাহকরা তাদের বাংলালিংক সংযোগটি ২৮ শে মে ২০১৭ থেকে ব্যাবহার করেন না এবং ২৮ শে মে ২০১৭ থেকে ৬ জুলাই ২০১৭ পর্যন্ত ইন্টারনেট ব্যাবহার করেন নি তারা ফ্রী ফেসবুক, হোয়াটসঅ্যাপ , ইমু সহ ৩০ দিনের জন্য ১ জিবি ইন্টারনেট কিনতে পারবেন মাত্র ১৯ টাকায়। 

আসুন অফারটি সমন্ধে বিস্তারিত কিছু তথ্য জেনে নেইঃ-

# গ্রাহক অফারটি পাবেন কিনা সেটি জানতে গ্রাহকের নাম্বারটি লিখে 4343 নাম্বারে এসএমএস করতে হবে।

# নাম্বার সচল করতে প্রাথমিকভাবে ১০ টাকা বা টার বেশি রিচার্জ করতে হবে। 

# ১ জিবি ইন্টারনেট এর মেয়াদ হবে ৩ দিন।

# ১৯ টাকায় ১ জিবি ইন্টারনেট মোট ১০ বার কেনা যাবে।

# ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইমুর জন্য প্রতিদিন ২৫ মেগাবাইট করে ইন্টারনেট ফ্রী পাওয়া যাবে। (মোট ৩০ দিন পর্যন্ত ।)

# ১ জিবি ইন্টারনেট এর সাথে ৩ দিনের জন্য ১ পয়সা/ সেকেন্ড কল রেট ও পাওয়া যাবে।

#  সিম নতুন করে একটিভ হবার পর ৬০ দিনে মোট ১০ বার এই ইন্টারনেট কেনা যাবে। 

# ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইমুর ব্যালেন্স জানতে *124*232# ডায়াল করুন।

# ১ জিবি ইন্টারনেট প্যাকের মেয়াদ জানতে *124*50# ডায়াল করুন।

# অফারটি বাতিল করতে চাইলে *166*232# ডায়াল করুন।

# এই অফারটি সীমিত সময়ের জন্য, যে কোন সময় বাংলালিংক এটি বন্ধ করে দিতে পারে।

# সকল রেটের সাথে ভ্যাট, এসসি ও এসডি প্রযোজ্য।


Comment Emoticon