এখন থেকে নতুন পুরাতন সব গ্রাহকই এই অফারটি উপভোগ করবে।
পোস্টপেইড ও প্রিপেইড গ্রাহকদের কল রেট সমন্বয় করে নতুন এই কল রেটটি নির্ধারণ করা হয়েছে।
এই নতুন কল রেটে পুরাতন গ্রাহকগন বাড়তি সুবিধা ভোগ করবেন।
নতুন কল রেট সমন্ধে নিচে বিস্তারিত লেখা হল।
* ০২/০২/২০১৭ ইং তারিখে সব প্যাকাজে রেট এক করা হয়েছে।
* স্বাধীন, স্বাধীন ৬৬, স্ট্যান্ডার্ড, ও জোনাকি প্যাকেজ এর গ্রাহকদের ক্রমান্বয়ে মাইগ্রেড করা হবে।
* অন নেট এর পাশাপাশি অফফ নেট এর কল রেট ও কমানো হয়েছে।
* নতুন কল রেটে ৯ টি এফ এন এফ নাম্বার সুবিধা পাওয়া যাবে।
* সর্বনিন্ম ২৫ পয়সা কল রেট থাকছে নতুন কল রেটে।
* টেলিটকের পক্ষ থেকে পরবর্তী নির্দেশ না দেউয়া পর্যন্ত এই কল রেট বহাল থাকবে।
* তবে যে কোন সময় টেলিটক আবার কল রেট পরিবর্তন করতে পারে।
* যে কোন তথ্য টেলিটকের ওয়েবসাইট থেকে জানা যাবে।
* এই কল রেট টেলিটক পরিবর্তন বা সংশোধনের অধিকার সংরক্ষন করে।
* সকল রেটের সাথে ভ্যাট এসডি ও এসসি প্রযোজ্য।
Comment Emoticon