Tuesday, March 21, 2017

Return To Robi : Robi Offer

Tags



আপনার রবি সংযোগটি সচল করে ফিরে আসুন ১ নাম্বার ক্রিকেট ফ্যান নেটওয়ার্ক এ

১জিবি ৬ টাঁকায়, মেয়াদ ৩০ দিন
  •  ১জিবি ৬ টাঁকায় (সকল ট্যাক্স সহ)
  • প্যাকটি কিনতে ডায়াল করুন *8666*060# তে।
  • মেয়াদ ৩০ দিন
  • ব্যাবহার এর সময় 12 am - 12 pm
  • প্যাক টি মেয়াদ থাকাকালীন অবস্থায় একবার কেনা যাবে। 
  • ইন্টারনেট বালান্স জানতে ডায়াল করুন *8444*88# তে।


১৯ টাঁকা রিচার্জ করলে ৩০ দিনের জন্য ২৫ পয়সা মিনিট কথা বলা যাবে রবি থেকে রবি বা এয়ারটেল নাম্বারে।
রবি থেকে অন্য অপারেটরে ৬০ পয়সা মিনিট কল রেট প্রযোজ্য।
  • একবার মাত্র ১৯ টাঁকা রিচার্জ করে অফারটি পেয়ে যাবেন।
  • অফারের মেয়াদ ৩০ দিন।
  • অফারটি ২৪ ঘণ্টার জন্যই পাওয়া যাবে।
  • ১০ সেকেন্ড পালস প্রযোজ্য।
  কিন্তু ১৯ টাঁকা না ভরলে যেকোনো নাম্বারে ১৯পয়সা/১০ সেকেন্ড কল রেট প্রযোজ্য হবে। 

অন্যান্য শর্তাবলী 
  • সকল প্রিপেইড গ্রাহকরা ( পোস্টপেইড ও উদ্যোক্তা বাদে) যারা ৬০দিন ধরে সংযোগ ব্যাবহার করেন না তারা এই অফারটি পাবেন।
  • কল, এসএমএস বা অন্য যে কোন ভাবে সিম একটিভ করা যাবে।
  • সিম একটিভ করার ৭২ ঘণ্টার মধ্যেই অফারটি পাওয়া যাবে।
  • অফারটি পাবেন কিনা জানতে A<>018XXXXXXXX লিখে পাঁঠিয়ে দিন 8050 নাম্বারে।
 
সকল কল রেটের মধ্যে ৫% অতিরিক্ত চার্জ, ১৫% ভ্যাট ও ১% সার চার্জ প্রযোজ্য।


Comment Emoticon