Tuesday, March 21, 2017

Chomok Internet offer : Robi And Airtel

Tags


রবি ও এয়ারটেল যৌথভাবে নিয়ে এসেছে চমক ইন্টারনেট অফার।  এখন থেকে আপনি  *123*099# ডায়াল করে পেয়ে যাবেন ১ জিবি ইন্টারনেট ৭ দিনের জন্য মাত্র ৯৯ টাঁকায়। রবি ও এয়ারটেল উভয় সংজগেই এই  অভাবনীয় অফারটি পাবেন।

চমক ইন্টারনেট নিয়ে কিছু কথাঃ
*এই ইন্টারনেট রবি ও এয়ারটেল উভয় সংযোগের জন্য প্রযোজ্য।
*ইন্টারনেট ২৪ ঘণ্টা ব্যাবহার করা যাবে।
*যেকোনো ওয়েবসাইট এ ইন্টারনেট ব্যাবহার করা যাবে।
*ডাটা ক্যারি ফরওয়ার্ড সিস্টেম চালু আছে কিনা এ নিয়ে রবি অফিসিয়ালি কিছু বলেনি।
*পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অফারটি চলবে।

ইন্টারনেট মূল্য                                               মেয়াদ                                           ডায়াল করুন
১০২৮ মেগাবাইট৯৯ টাকা৭ দিন *123*099#


Comment Emoticon