Tuesday, March 21, 2017

Bornomala Data Package

Tags


বর্ণমালা মূলত ছাত্রদের জন্য টেলিটকের একটি প্রিপেইড সংযোগ।
এই সংযোগে কল রেট ছাড়াও ইন্টারনেট মূল্যর উপর বিশেষ ছাড় দেউয়া হয়েছে।
ছাত্রদের কম মূল্যতে ইন্টারনেট সংযোগ দিতে এটি টেলিটকের একটি প্রয়াস।



 বর্ণমালা সংযোগ পেতে যা যা লাগবেঃ
*অবশ্যই ছাত্র হতে হবে, কারন সিম নিতে গেলে স্টুডেন্ট কার্ড লাগে।
*যাদের জাতীয় পরিচয় পত্র নেই তারা বাবা বা মায়ের পরিচয় পত্র দিয়ে রেজিস্ট্রেশান করতে পারবে।
*এবং সংযোগ মূল্য মাত্র ৫০ টাঁকা।

বর্ণমালার স্পেশাল ইন্টারনেট প্যাকেজ এর মূল্য নীচে দেওয়া হলঃ

১/ ৫০০ মেগাবাইট ইন্টারনেট  ৭০ টাকা, মেয়াদ ৩০ দিন। D71 লিখে 111 নাম্বারে এসএমএস করে ইন্টারনেট প্যাক কিনতে পারবেন।

২/ ১ জিবি ইন্টারনেট ১৩০ টাকা, মেয়াদ ৩০ দিন। D72 লিখে 111 নাম্বারে এসএমএস করে ইন্টারনেট প্যাক কিনতে পারবেন।

৩/ ৬ জিবি ইন্টারনেট ১৩০ টাকা, মেয়াদ ৩০ দিন। D73 লিখে 111 নাম্বারে এসএমএস করে ইন্টারনেট প্যাক কিনতে পারবেন।

* ইন্টারনেট প্যাকের গতি থাকবে ৫১২ কিলোবাইট প্রতি সেকেন্ডে।

* সকল রেটের সাথে ভ্যাট, এসসি ও এসডি প্রযোজ্য।

* ইন্টারনেট অফারগুলি বর্ণমালা সিমের জন্য প্রযোজ্য।

* পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই অফার চলবে।


Comment Emoticon