এই সংযোগে কল রেট ছাড়াও ইন্টারনেট মূল্যর উপর বিশেষ ছাড় দেউয়া হয়েছে।
ছাত্রদের কম মূল্যতে ইন্টারনেট সংযোগ দিতে এটি টেলিটকের একটি প্রয়াস।
বর্ণমালা সংযোগ পেতে যা যা লাগবেঃ
*অবশ্যই ছাত্র হতে হবে, কারন সিম নিতে গেলে স্টুডেন্ট কার্ড লাগে।
*যাদের জাতীয় পরিচয় পত্র নেই তারা বাবা বা মায়ের পরিচয় পত্র দিয়ে রেজিস্ট্রেশান করতে পারবে।
*এবং সংযোগ মূল্য মাত্র ৫০ টাঁকা।
বর্ণমালার স্পেশাল ইন্টারনেট প্যাকেজ এর মূল্য নীচে দেওয়া হলঃ
১/ ৫০০ মেগাবাইট ইন্টারনেট ৭০ টাকা, মেয়াদ ৩০ দিন। D71 লিখে 111 নাম্বারে এসএমএস করে ইন্টারনেট প্যাক কিনতে পারবেন।
২/ ১ জিবি ইন্টারনেট ১৩০ টাকা, মেয়াদ ৩০ দিন। D72 লিখে 111 নাম্বারে এসএমএস করে ইন্টারনেট প্যাক কিনতে পারবেন।
৩/ ৬ জিবি ইন্টারনেট ১৩০ টাকা, মেয়াদ ৩০ দিন। D73 লিখে 111 নাম্বারে এসএমএস করে ইন্টারনেট প্যাক কিনতে পারবেন।
* ইন্টারনেট প্যাকের গতি থাকবে ৫১২ কিলোবাইট প্রতি সেকেন্ডে।
* সকল রেটের সাথে ভ্যাট, এসসি ও এসডি প্রযোজ্য।
* ইন্টারনেট অফারগুলি বর্ণমালা সিমের জন্য প্রযোজ্য।
* পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই অফার চলবে।
Comment Emoticon