Tuesday, March 21, 2017

Banglalink Advance

Tags


ফোনের ব্যালেন্স শেষ হয়ে গেছে? এখন থেকে আর চিন্তা নেই , ব্যালেন্স শেষ হয়ে গেলেও আপনি আপনার বাংলালিংক কানেকশানে পাবেন এডভান্স ব্যালেন্স। প্রিয়জন প্লাটিনাম গ্রাহকরা ১০০ টাকা পর্যন্ত এই এডভান্স ব্যালেন্স পাবেন। অন্যান্য গ্রাহকরা তাদের ব্যাবহারের উপর এই এডভান্স ব্যালেন্স পাবেন।
*874# ডায়াল করে আপনি এই এডভান্স ব্যালেন্স নিতে পারবেন এবং *874*0# ডায়াল করে ব্যালেন্স চেক করতে পারবেন।

বাংলালিংক ব্যালেন্স সমন্ধে বিস্তারিত:
  • এই এডভান্স ব্যালেন্স এর জন্য আনলিমিটেড মেয়াদ পাওয়া যাবে।
  • পরবর্তী রিচার্জ এর সময় আপনার ব্যালেন্স থেকে স্বয়ংক্রিয়ভাবে এই এডভান্সের টাকা কেটে নেওয়া হবে।
  • এই এডভান্স ব্যালেন্স পেতে হলে আপনার মেইন ব্যালেন্স অবশ্যই ৫ টাকা বা টার নীচে থাকতে হবে।
  • এসএমএস নোটিফিকেশান এর জন্য ১.৫০ টাকা প্রযোজ্য হবে যদি লোণ ব্যালেন্স ১৫ টাকা বা টার বেশি হয়।
  • আপনার ব্যাবহারের উপর ভিত্তি করে আপনি বেশি পরিমান লোণ পেতে পারেন।
  • আপনি পূর্বের এডভান্স ব্যালেন্স পরিশোধ না করে পুনরায় লোণ নিতে পারবেন না।
  • সকল বাংলালিংক প্রিপেইড গ্রাহকরা এই অফার নিতে পারবেন কিন্তু আপনি প্রিয়জন প্লাটিনাম গ্রাহক হলে ইচ্ছামতো লোণ নিতে পারবেন।
  • ১০ টাকা পরিমান এডভান্স লোণ করতে ডায়াল করুন *874*10# নাম্বারে।
  •  সকল পরিমান ট্যাঁরিফ পরিবর্তনের অধিকার বাংলালিংক সংরক্ষন করে।


Comment Emoticon