Wednesday, July 19, 2017

How to be a Gp STAR?

Tags

  গ্রামীনফোন স্টার প্রোগ্রামে জিপি গ্রাহকরা সেরা অফারটি পেয়ে থাকে। কেনাকাটায়, ভ্রমনে, ব্যাংক লোণে ইত্যাদি জায়গায় সুবিধা পায় জিপি স্টার গ্রাহকরা। জিপি স্টার গ্রাহক হতে প্রতি মাসে গ্রাহককে নির্দিষ্ট পরিমান টাকা খরচ করতে হয়।
আসুন জিপি স্টার হতে কি কি করতে হবে জেনে নেইঃ-
# *111*9*1# ফ্রী ডায়াল করে জিপি স্টার স্ট্যাটাস জানা যাবে।

# অথবা STAR লিখে 9000 নাম্বারে এসএমএস পাঠিয়েও স্টার স্ট্যাটাস জানা যাবে। 

# স্টার গ্রাহক হতে হলে আপনাকে প্রতি মাসে নির্দিষ্ট পরিমান খরচ করতে হবে।

# একবার স্টার গ্রাহক হলে ৩ মাস পর্যন্ত স্টার স্ট্যাটাস বহাল থাকে।

# গ্রামীনফোন স্টার গ্রাহকদের ৪ টি ভাগে ভাগ করা হয়েছে ১/সিল্ভার, ২/ গোল্ড, ৩/ প্লাটিনাম ৪/ প্লাটিনাম প্লাস।

# গ্রামীনফোন সিল্ভার স্টার গ্রাহক হতে হলে আপনাকে ন্যূনতম ৪ বছর গ্রামীণফোনের সাথে এবং ৩ মাসে কমপক্ষে ৫০১ টাকা খরচ করতে হবে।

# গ্রামীনফোন গোল্ড স্টার গ্রাহক হতে হলে আপনাকে ন্যূনতম ৭ থেকে ১২ বছর গ্রামীণফোনের সাথে এবং ৩ মাসে কমপক্ষে ৫০১ টাকা খরচ করতে হবে।

# গ্রামীনফোন প্লাটিনাম স্টার গ্রাহক হতে হলে আপনাকে ন্যূনতম ১২ বছরের অধিক গ্রামীণফোনের সাথে এবং ৩ মাসে কমপক্ষে ৫০১ টাকা খরচ করতে হবে।

# গ্রামীনফোন প্লাটিনাম প্লাস স্টার গ্রাহক হতে হলে আপনাকে ন্যূনতম ১ বছরের অধিক গ্রামীণফোনের সাথে এবং ৩ মাসে কমপক্ষে ৩০০১ টাকা খরচ করতে হবে।

# কেনাকাটা ছাড়াও গ্রামীনফোন গ্রাহকরা অন্যান্য ব্যান্ডেল বা ইন্টারনেট প্যাক ক্রয় করার জন্য বিশেষ ছাড় পেয়ে থাকেন।


Comment Emoticon