Wednesday, April 5, 2017

Teletalk Mi-Fi Offer.

Tags



 টেলিটক উন্নত ইন্টারনেট ব্যাবস্থা চালু করতে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে , তার মধ্যে একটি হল তাদের MiFi ্ ফ্ল্যাশ রাউটার। এই রাউটার এর বিশেষত্ব হল এটি নির্দিষ্ট এলাকায় শক্তিশালী ওয়াইফাই নেটওয়ার্ক তৈরি করতে পারে। নীচে এ সমন্ধে আর বিস্তারিত লেখা হলঃ
  •  একসাথে ১০ টি ডিভাইসে সংযোগ দেওয়া যাবে
  • ফ্ল্যাশ MiFi ্রাউটারের ডাউনলোড স্পিড ২১.৬ মেগাবাইট প্রতি সেকেন্ডে এবং আপলোড স্পীড ৫.৭ মেগাবাইট প্রতি সেকেন্ডে।
  • ওয়াইফাই এরিয়া ৩০ মিটারের মধ্যে সিমাবদ্ধ থাকবে।
  • প্লাগ অ্যান্ড প্লে সুবিধা পাওয়া যাবে।
  • ৩২ জিবি পর্যন্ত মাইক্রো এস ডি কার্ড সাপোর্ট করে।
  • উইন্ডোজ, লিনাক্স, ম্যাক অপারেটিং সিস্টেম এই MiFi ্ ফ্ল্যাশ রাউটার চলবে।
প্যাকেজ ফ্রী বোনাস/ ক্রেডিট লিমিট প্যাকেজ মূল্য
প্রিপেইড ২১ জিবি ফ্রী ডাটা মেয়াদ ৩০ দিন
( (৭জিবি করে ৩ মাস)
২৭০০ টাকা
পোস্টপেইড ১৩৬৫ টাঁকার ক্রেডিট লিমিট ২৭০০ টাকা


Comment Emoticon