Saturday, April 8, 2017

Grameenphone Modem Price.

Tags

Grameenphone new modem price.

গ্রামীনফোন বাংলাদেশের সর্ববৃহৎ মোবাইল ফোন অপারেটর। বাংলাদেশে গ্রামীনফোনই প্রথম মোবাইল ভিত্তিক ইন্টারনেট সেবা চালু করে এবং গ্রামীনফনই প্রথম ইন্টারনেট মডেম আমদানি করে টেলিকম কোম্পানিগুলোর মাঝে।

বাংলাদেশে যখন ২জি ইন্টারনেট সেবা শুরু হয় তখন থেকেই গ্রামীনফোন মডেম তাদের যাত্রা শুরু করে। বর্তমানে বাংলাদেশে ৩জি সেবা চলছে এবং ৪জি সেবা আসার পথে, গ্রামীনফোন এখনো নিরলস ভাবে চেষ্টা করছে তাদের উন্নত ইন্টারনেট সেবা নিশ্চিত করতে।

প্রথম যখন গ্রামীনফোন মডেম বাজারজাত করল তখন মডেমের দাম ছিল ৪৫০০ প্রায়, এখন মডেমের দাম সার্বজনীন করা হয়েছে।

গ্রামীনফোন মডেম সমন্ধে আরও বিস্তারিত তথ্য নীচে দেয়া হলঃ-

গ্রামীনফোন ইন্টারনেট মডেমের মূল্য এখন ১৪৪৯ টাকা।

মডেমগুলো ৩জি হওয়ায় ডাউনলোড গতি সেকেন্ডে ৭.২ মেগাবাইট পাওয়া সম্ভব।

গ্রামীনফোন রাউটারের মূল্য ৩৯৪৫ টাকা।

মডেমে ব্যাবহারের জন্য প্রিপেইড ও পোস্টপেইড দুইটি সিম ব্যাবহার করা যাবে।

প্রিপেইড সিমের দাম ১৫০ টাকা ও পোস্টপেইড সিমের দাম ২০০ টাকা।

মডেমে বাড়তি সুবিধা হিসেবে থাকছে ১৬ জিবি মাইক্রো এস ডি কার্ড সাপোর্ট।

সিম্পল প্লাগ এন্ড প্লে সিস্টেম।

ইউএসবি সাপোর্ট ও এসএমএস পড়ার সুবিধা।


Comment Emoticon