Sunday, April 23, 2017

Gp Fb Packs

Tags


 বাংলাদেশের মোবাইল ফোন অপারেটরের মধ্যে ইন্টারনেট সেবার মানের দিক দিয়ে বিবেচনা করলে গ্রামীনফোনই সেরা। ছোটবড় বিভিন্ন প্রকার ইন্টারনেট প্যাকেজ দিয়ে তারা তাদের গ্রাহক সন্তুষ্টি লাভ করেছে। গ্রামীনফোনের বিভিন্ন প্রকার ইন্টারনেট প্যাকের মধ্যে ফেসবুক প্যাকও রয়েছে।

আসুন গ্রামীণফোনের ফেসবুক প্যাকগুলো সমন্ধে জেনে নেইঃ-

১/ *5000*19# ডায়াল করলে ২০ মেগাবাইট ফেসবুক ইন্টারনেট পাওয়া যাবে। এর মেয়াদ হবে ১ দিন।

২/ *5000*20# ডায়াল করলে ৭৫ মেগাবাইট ফেসবুক ইন্টারনেট পাওয়া যাবে। এর মেয়াদ হবে ৭ দিন।

৩/ *5000*21# ডায়াল করলে ১৫০ মেগাবাইট ফেসবুক ইন্টারনেট পাওয়া যাবে। এর মেয়াদ হবে ১৪ দিন।

৪/ *5000*22# ডায়াল করলে ৩০০ মেগাবাইট ফেসবুক ইন্টারনেট পাওয়া যাবে। এর মেয়াদ হবে ২৮ দিন।

* ইন্টারনেট এর ব্যালেন্স জানতে আপনাকে *121*1*2# ডায়াল করতে হবে।

গ্রামীণফোনের ফেসবুক প্যাকগুলো সমন্ধে আরও কিছু তথ্য নীচে দেওয়া হলঃ-

# গ্রামীণফোনের ফেসবুক প্যাকগুলো দিয়ে আপনি রেগুলার ইন্টারনেট ব্যাবহার করতে পারবেন না।

# এই প্যাকগুলোতে অটো রিনিয়াল সিস্টেম রয়েছে। অর্থাৎ অব্যাবহৃত ডাটা আপনি আবার ব্যাবহার করতে পারবেন যদি গ্রামীণফোনের ফেসবুক প্যাক আবার ক্রয় করেন।

# প্যাকগুলির সাথে বাড়তি চার্জ প্রযোজ্য নয়।

# ফেসবুক প্যাক কিনলে গ্রামীণফোনের রেগুলার ইন্টারনেট প্যাকের মেয়াদও বেড়ে যায় ( যেটা *566*10# দিয়ে চেক করে), এটা সবচাইতে সুবিধার দিক।

# এসব অফার পরিবর্তন বা বন্ধ করার অধিকার গ্রামীনফোন সংরক্ষন করে।


Comment Emoticon