Saturday, April 15, 2017

250 Mb @ 24 : GP offer.

Tags


    গ্রামীনফোন ইন্টারনেট সেবায় মোবাইল টেলিকমনিকেশন  প্রতিষ্ঠানগুলুর  মধ্যে প্রথম। মাঝে মাঝেই গ্রামীনফোন তাদের গ্রাহকদের আকৃষ্ট করার জন্য কিছু নতুন ইন্টারনেট সার্ভিস চালু করে। টার মধ্যে কম দামি ছোট ইন্টারনেট সেবা গুলই বেশি জনপ্রিয়তা পায়। তেমনি একটা নতুন ইন্টারনেট সার্ভিস গ্রামীনফোন নিয়ে এসেছে ২৫০ মেগাবাইট ইন্টারনেট মাত্র ২৪ টাকায়।

     
    ২৫০ মেগাবাইট ইন্টারনেট অফার সমন্ধে বিস্তারিত তথ্য নীচে দেওয়া হলঃ- 
     
    # সেবাটি সচল করতে  *121*3065# ডায়াল করুন। 

    # সেবাতির মেয়াদ ৩ দিন। চালুর তারিখ + ২ দিন।

    # ২৫০ মেগাবাইট ইন্টারনেট এর সাথে ৩ দিনের জন্য ১ পয়সা হারে কল রেট উপভোগ করা যাবে।

    # এই অফারটি যেকোনো প্রিপেইড গ্রাহক উপভোগ করতে পারবে।

    # অফার চলাকালীন গ্রাহক যতবার খুশি ইন্টারনেট কিনতে পারবেন, কিন্তু ডাটা শেষ হয়ে গেলে ১০ কিলোবাইট/ ১ পয়সা হারে রেট প্রযোজ্য হবে ২৪৪ টাকা পর্যন্ত।

    # অব্যাবহৃত ইন্টারনেট ডাটা ব্যাবহার করতে পারবে যদি এই একই (২৫০ মেগাবাইট) প্যাকটি আবার কেনা হয়।

    # ইন্টারনেট ব্যালেন্স জানতে *121*1*4# ডায়াল করুন।

    # গ্রাহক চাইলে *121*3041# ডায়াল করে এই ইন্টারনেট সেবা বাতিলও করতে পারবে।

    # ১ পয়সা অফারের মেয়াদ জানতে *121*1*2# দায়ল করুন।

    # গ্রাহক চাইলে “Stop RC” লিখে 9999 নাম্বারে এসএমএস করে ১ পয়সা অফার বাতিল করতে পারবে।

    # পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই অফারটি চলবে বলে গ্রামীনফোন জানিয়েছে।

    # সকল চার্জ এর সাথে ভ্যাট, এসসি, এবং এসডি প্রযোজ্য।


    Comment Emoticon