Monday, March 27, 2017

Grameenphone Internet Offer. 500mb @ tk. 149.

Tags


অফারটি পেতে ডায়াল করুন *121*3007# নাম্বারে।

অফারটি সমন্ধে বিস্তারিত নীচে দেয়া হলঃ
  • অফারটি সকল প্রিপেইড ও পোস্টপেইড গ্রাহকদের জন্য প্রযোজ্য ।
  • ৫০০ মেগাবাইট ইন্টারনেট এর মেয়াদ ২৮ দিন।.
  • সকল কল রেটের মধ্যে ৫% অতিরিক্ত চার্জ, ১৫% ভ্যাট ও ১% সার চার্জ প্রযোজ্য।
  • ইন্টারনেট ব্যালান্স জানতে ডায়াল করুন *121*1*4# নাম্বারে।
  • অটো রিনিয়াল চালু করতে "ON" লিখে এসএমএস করুন 5000 নাম্বারে। যদি অটো রিনিয়াল চালু হয় তবে ডাটা শেষ হবার পর ২০০ টাঁকা পর্যন্ত ব্যাবহার করা যাবে প্রতি মেগাবাইট ৮০পয়সায়।
  • ডাটার মেয়াদ শেষ হয়ে গেলে প্রতি ১০ কিলোবাইট এর জন্য ১ পয়সা চার্জ প্রযোজ্য হবে (২০০ টাঁকা পর্যন্ত)
  • ইন্টারনেট এর মেয়াদ ডাটা কেনার দিন থেকেই শুরু হয়ে যাবে।
  • অব্যাবহৃত ডাটার মেয়াদ মেয়াদ আরেকটি প্যাক কিনে বাড়ানো যাবে।
  • কন্টেন্ট সংক্রান্ত সকল অধিকার গ্রামীনফোন সংরক্ষন করে।


Comment Emoticon